Today 12 Jan 2026
Top today
Welcome to cholontika

অল্প এক সম্ভবনায় চলছি পথ

অপ্রাপ্তির বেদনায় আমি কাতর,

নিষ্ঠুর তুমি বুঝলেনা

বুকেজমা ফেলে আসা কষ্টচাদর।

রেখে আসা তোমায় তুমি

ভালবেসে আদর দিয়ে

রেখো তুমি যত্ন করে।।

খুব আঁধার চারপাশ

ভেজা ময়লাগুলোর ওপর শুকুরের পায়ের ছাপ,

সবচেয়ে বড় গাছটিও বুঝি উপড়ে পড়বে।

শকুনের স্পর্শ আজ তোমার ঊরুতে

অপ্রিয় শব্দগুলো বারবার বাজছে আমার কানে

আর সব ব্যাথারা দেয়াল হয়ে কাঁপছে আমার মনে।

পুরনো শহর মানে-স্মৃতির শহর,
বহুদিন পর সেই পুরনো স্মৃতির শহরে ফেরা মানে-
স্মৃতির আয়নায় নিজেকে মুখোমুখি দাড় করানো….
কত স্মৃতি,কত মুখ
কত উদাস দুপুর,বিষন্ন গোধূলী, জোছনা-মাখা রাত…
ফেলে আসা ক্ষণগুলো মুহুর্তে হৃদয়ে ভীড় করে।
আর সেই সব সকাল-দুপুর-সন্ধ্যা-নিশার পটভূমিতে
কোন কোন মুখ আবার অবিকল মনে জাগে,
হৃদয়ের

go_top