জামাইবাবাজী রীতিমত ভদ্রলোক হয়ে গেছে।
গলায় সোনার চেন।পরনে বারমুন্ডা প্যান্ট। গেঞ্জীর কলার তুলে
মটোর সাইকেল চালায়।
বুক ভরে ওঠে আমোদ সেখের।সেই সাথে দীর্ঘশ্বাসও পড়ে বুক
চিরে। এই জামাইকে কত দিন গরুপেটা করেছে সে।
জামাইয়ের পাশ কাটিয়ে বেরিয়ে যায় আমোদের ভটভটি। জামাই
চোখ তুলে দেখেও না।মটোর সাইকেল