পাখিটা ভারি দুষ্ট
উড়ে বেড়ায় ঘরময়
এ ডালে ও ডালে
নেচে বেড়ায়, ছন্দময়।
লিকলিকে, দেহটা অতি শীর্ণ
খাইতে দিলে খায়না
চকলেট চিপস আর
হাবিজাবি খেতে ধরে বায়না।
কথার পিঠে কথা বলে
বুদ্ধিতে বেশ পাকা
চুল ধরে বসে থাকে
বসে যায় না থাকা।
বলে কি, দুষ্টটা!
পেট তার একশ গিগা মেমরী
ডাউনলোড আপলোড করে বলে
আর