বেদনা স্মৃতি মুছে পুরনো বৎসর অস্তাচলে বয়,
সুখের বার্তা লয়ে আসবে নতুন সুর্যোদয়।
প্রহর গুনে প্রতিক্ষা শুধুই নতুনের বার্তায়,
হৃদয়ের অপূর্ণতা হারিয়ে যাবে আগমনী প্রেরণায়।
এসো বন্ধু আজ গেয়ে উঠি ভোর পাখিদের সুরে সুরে,
প্রাণ ভোমরা উচ্ছল নৃত্যে জাগুক প্রাপ্তির থরে থরে।
==========================
HAPPY NEW