প্রকাশিত হল এ হুসাইন মিন্টু’র উপন্যাস “স্বপ্ননীল”। এবারের মেলায় এসেছে রহস্য ও ফ্যান্টাসি উপন্যাস স্বপ্ননীল। আফসার ব্রাদার্সের স্টলে বইটি পাওয়া যাচ্ছে।
স্বপ্ননীল থেকে-মাসুদ সাহেবের কাছে খুশির সাথে ঘটে যাওয়া রোমহর্ষক ঘটনার বর্ণনা শোনার পর থেকে নিজেকে মানুষ হিসেবে ভাবতে লজ্জা লাগছে।