তুমি সুন্দর !
তুমি সুন্দরতম প্রিয়
সুন্দর তুমি প্রিয় ;
রহমাতুল্লীল আল আমিন ।।
তুমি ভুখারি হয়ে দিন কাটাইছো
বাদশাহী ত্যাগিয়া
তুমি কাঁদছ কত অবিরত
উম্মতের লাগিয়া
দুনিয়া আখিরাতে তুমি মহান
তুমি তুলনাবিহীন ।
ঐ ………………………… ।।
তুমি ছিলে খাঁটি মানব
ধরার বুকে একজনা
সত্যের লাগি করছো লড়াই
সইছো কত লাঞ্চনা ।
সবার প্রতি