Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

তুমি সুন্দর !
তুমি সুন্দরতম প্রিয়
সুন্দর তুমি প্রিয় ;
রহমাতুল্লীল আল আমিন ।।

তুমি ভুখারি হয়ে দিন কাটাইছো
বাদশাহী ত্যাগিয়া
তুমি কাঁদছ কত অবিরত
উম্মতের লাগিয়া
দুনিয়া আখিরাতে তুমি মহান
তুমি তুলনাবিহীন ।

ঐ ………………………… ।।

তুমি ছিলে খাঁটি মানব
ধরার বুকে একজনা
সত্যের লাগি করছো লড়াই
সইছো কত লাঞ্চনা ।
সবার প্রতি

হে রাসূল ,
আমার আপনার চেয়ে অধিক ভাল
বেসেছি তোমায়
ফুটিয়েছি তোমারি কুসুম আমারি
চিত্ত বাগিচায় ।।

যত ডাকি তোমায় ভালবাসি যত
আকুল হয়ে যাই হেরিতে অবিরত
তোমাতে শত মধু কস্তুরী সুবাস মাখা
দিও গো হাবীব তুমি স্বপনে মোরে দেখা
বাড়ি গাড়ির মোহতে , ললনার রুপেতে
মন কভু ছুটে নাহি

চাই না বাড়ী , চাই না কড়ি
চাই না স্বাদের তন্ডুল
চাই যে নুরের সুবাস মাখা
রাসূল নামের ফুল ।ঐ…।।

সে মধুর নামে আমি হলাম দিশেহারা
সে যে আমার জীবন-মরণ দু’নয়নের তারা
তাঁরি নামের পুষ্প লয়ে
ঘুরি সারা জাহান
সে নামেতে মধু মাখা
মাতাল আমার প্রাণ
তাঁহারি নাম জপে জপে
প্রেমেতে

go_top