Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

সেই পথেই এসেছি ফিরে আমি,

যেখানে এসে ডুবে গিয়েছিলাম-

অতল স্মৃতির জোছনা মাখা-

সুশোভিত কাব্যকথার সমুদ্রে।

নোনা স্বাদের পাণ্ডুলিপির গহীনে।

 

ফিরে এসেছি, সকল মায়া ত্যাগ করে।

আবারও সেই পথে, মৃত পথিক হয়ে।

যেখানে চারিধারে শবদেহ পোড়ে,

যেখানে চারিধারে ছড়িয়ে আছে-

ফুলে ওঠা পচা লাশের গন্ধ।

যে পথ মিছে গিয়েছে শূন্যতায়,

আর্তনাদ

go_top