স্বাধীনভাবে বড় হয়েছিল তার দু’টি মেয়ে
শাসন যে ছিল না মোটে,
পড়াশুনায় ছিলনা তো মন
পাড়ার ছেলেরা সুযোগে মজা লোটে ।
সন্ধ্যায় দেখা যেতো তাদের ঘরে
রাতভর আড্ডা চলত বকাটেদের
বিড়ি খেত, তাস খেলত
কিছুতেই বাঁধা ছিলনা তাদের।
আচমকা একদিন তার বড় মেয়ে
বলা নেই কওয়া নেই হয়ে গেল