Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

স্বাধীনভাবে বড় হয়েছিল তার দু’টি মেয়ে
শাসন যে ছিল না মোটে,
পড়াশুনায় ছিলনা তো মন
পাড়ার ছেলেরা সুযোগে মজা লোটে ।

সন্ধ্যায় দেখা যেতো তাদের ঘরে
রাতভর আড্ডা চলত বকাটেদের
বিড়ি খেত, তাস খেলত
কিছুতেই বাঁধা ছিলনা তাদের।

আচমকা একদিন তার বড় মেয়ে
বলা নেই কওয়া নেই হয়ে গেল

ছয়টি ছেলে দুইটি মেয়ে তার
ছিল না সে অতি দরিদ্র,
গ্রাম্য ডাক্তার হিসাবে বেশ নাম ডাক
পেশাটাও তো ছিল অতি ভদ্র।

কিন্তু মানুষ করতে পারেনি
সে তার আটটি সন্তান,
এলোমেলো আর তছনছ হয়
তাদের সাজানো উদ্যান।

এসবের পিছনে কারন ছিল একটাই
সবই ছিল ঠিক, শুধু ঠিক ছিল না তার

go_top