জীবন ঘূর্ণ্যমান–এমনটাই তো জীবন–যেমনটি পৃথিবী ঘোরে–
ফেলে আসা,দূরে সরে যাওয়া কথা,ক্রমশ আরও আরও দূরে চলে যায় শূন্য
কুয়াশার ভিড়…
এ হিম পাতের রাতে উষ্ণতা কোথায় ?–বাষ্প শ্বাসের বিবর্ণ টুকরো দুঃখ,
ঝরাপাতা,বৃষ্টি ঝরার মত তোমার মুখ
যেন ফুরিয়ে গেল ভালবাসা !
দেহ সৌষ্ঠব ছুঁয়ে থাকে সব ঐশ্বর্যের খোলা দ্বার,মানিক ঔজ্জ্বল্য–মুখ