মন ভেঙে গেলে,
দীপ নিভে এলে,
ক্ষতি কি?
দেখে নিও তুমি,
রোজ রাতে আমি-
জ্বেলে যাবো আলো ঠিকই।
অভিমান হলে,
চোখে জল এলে,
ক্ষতি কি?
এনে দিবো হাসি,
তারা রাশিরাশি-
মাঝরাতে সেই আমি।
কথা না হলে,
দূরে সরে গেলে,
ক্ষতি কি?
দেখা হবে ঠিকই,
হবে আঁকিবুঁকি-
ডাগর চোখে তোমারই।
উড়োচিঠি