Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

মন ভেঙে গেলে,
দীপ নিভে এলে,
ক্ষতি কি?
দেখে নিও তুমি,
রোজ রাতে আমি-
জ্বেলে যাবো আলো ঠিকই।

অভিমান হলে,
চোখে জল এলে,
ক্ষতি কি?
এনে দিবো হাসি,
তারা রাশিরাশি-
মাঝরাতে সেই আমি।

কথা না হলে,
দূরে সরে গেলে,
ক্ষতি কি?
দেখা হবে ঠিকই,
হবে আঁকিবুঁকি-
ডাগর চোখে তোমারই।

উড়োচিঠি

শেয়াল মামা পন্ডিত বলিয়াই স্বীকৃত। বনে জঙ্গলে মাথা উঁচু করিয়াই চলেন তিনি। কিন্তু ফাঁদে পড়িয়া সদ্য খোয়া যাওয়া লেজটি নিয়ে বিশেষ দুশ্চিন্তায় পড়িয়াছেন তিনি। বহুপূর্বে তাহার পরদাদারও একই অবস্থা হইয়াছিলো। সে যাত্রায় বনের প্রাণীরা শেয়াল জাতির পান্ডিত্যে একটা কলঙ্কের দাগ

কালের শেষ যাত্রা,শব যাত্রায় আমিও এসেছি
যাত্রা পথে দেখা হবে তোমার সনে,হবেনা কথা,
হবে না পুরোনো স্মৃতি নিংড়ানো
তুমি আমি নির্বাক পথিক , শোকাহত।
দেখা হবে আর সকলের সাথে
স্মৃতি নিংড়ানো ভালোবাসা রইবে পড়ে পিছে ।
পথ হারানো সব পথিকের শেষ গন্তব্য
এক হয়ে মিশে

কাল সূর্য ওঠেনি আকাশে,আজও না
ঘোর অন্ধকারে ঢেকে গেছে এ পৃথিবী
কার অভিশাপে জানিনা এহেন নিশী,
ত্রিলোকে দূর্যোগের প্রলয়ঙ্কারী ঝঞ্ঝা।
কাঁপছে আকাশ, কাঁপছে বাতাস লয়ে
পুরুষ ও কাপুরুষ কাঁপছে সবাই,
কাঁপছে এ ধরা,মা বসুমতি নিকারে
হে প্রভু,পরিত্রাণের নেইকি উপায়?

হেনকালে পূব আকাশে কে দেখা

কবিতার খেরো খাতা আজ রেখেছি তুলে
মোটা লাল কাপড়ে বাঁধাই করা,
যেখানে লেখা আছে ছন্দপতনের গল্পগাঁথা
কাব্যে এবং ছন্দে, দ্বগ্ধ হৃদয়ের কথা
বিশুদ্ধ কিন্তু গোপন রহস্যে,
অপ্রকাশিত সত্যের সূক্ষ বুনন।।

কবিতাকে দিয়েছি আজ দীর্ঘ ছুটি
কালি আর কলমে আজ হবে না দেখা,
প্রজাপতির পাখায়

তুমি বলেছিলে,”বাংলা তোমায় মানায় না,
বাঙ্গালী মানে আনকালচারড,ফেলনা।
রূপের বড় অভাব,
সেকেলে ভাবটা আজো গেলোনা।”
আমি শুনেছিলাম,ক্ষুব্ধ হয়েছিলাম;
লুকিয়ে রেখে ক্রোধ, প্রশ্ন করেছিলাম,
“এই কি তোমার বিবেক?
এই কি তোমার বোধ?”

ইতিহাসের পাতা উল্টে দেখো,
পিছন ফিরে তাকাও
খুব বেশি দূর নয়,
বাহান্ন সালের ক্যালেন্ডারের পাতায়
চোখ রাখো ফেব্রুয়ারীতে,উত্তপ্ত ঢাকার রাজপথে;
আমার মায়ের

যোগেন ঠাকুরের সেই দিন নেই আর
নেই সেই পূজার আয়োজন দেবালয়ে,
নেই ঘন্টা কিংবা শঙ্খ ধ্বনি,
নিজ ভূমে যোগেন ঠাকুর আজ পরবাসী।।

গেলো বছর কার্তিক মাসে
হুমকি দিলো মোল্লার ছেলে,
“বাংলা ছেড়ে হিন্দুস্থান যা, যা চলে যা
নেংটি ইঁদুর,মালুর ছা।
এই বাংলায় নেই অধিকার,
ছেড়ে দে ঐ মুর্তি পূজা।
কালেমা

go_top