কেন বেঁচে আছি ?
তুমি আছ তাই—এ মায়া ছোঁয়া
জীবনের স্পর্শ লেগে থাকা–
বেঁচে আছি হাওয়ায়,নীলাকাশে,
ঘাস মাটির শয্যায়,বেঁচে আছি বসন্ত পলাশে
উৎসবে,ওড়নার ঝালর ফাঁকে উঁকি
আয়ত আঁখির পলকে–
আমেজি স্পর্শকাতরতায়,কখনও অনায়াস
গভীরতায় ডুবে থাকা।
বেঁচে আছি,ছুঁয়ে আছি কিছু আবেগ আবেশে
টুকরো টুকরো জড়ানো ইচ্ছেগুলোর
শুয়ে থাকা উদাম দেহ,সংজ্ঞার পরিপাটি
পদ্ম বিছানা—টলমল