কে বলেছে !!!!
আমি কিছুই পারি না, জানি না….
এই যে আমি হাসতে জানি
হেসেও জল ঝরাতে জানি
গড়িয়ে পড়ল বুঝি দু’ফোটা পানি।
স্বপ্ন দিতে পারি দুচোখে তোমায়
এলোমেলো চুলে আলতো ছোঁয়ায়,
ঘুমের রাজ্যে নিয়ে আসতে পারি ঘুরায়।
জানি কিন্তু তোমায় নিয়েও লিখতে
নতুন নতুন শব্দের দোলনায় দুলতে
লেখার ট্রেনে
Top today