কাল যখন অতিতোৎসাহী কন্ঠে বলেছিলাম তোমায়!
এই আজকের চাঁদ দেখেছো?
-না দেখিনি তো!
চাঁদে আবার হলোটা কি!!
আগুন লাগছে নাকি? বলে ক্ষেপিয়েছিলে!
আরে বোকা, জান না তুমি!
কাল যে পূর্ণিমা!
তুমি কি জান, পূর্নিমার রাতগুলোতে
আমি রাত কাটাই ছাদে,
একা একা নিস্তব্ধ নীল নির্জনে,
আকাশ জুড়ে নীল আলোয় ঘিরে রাখে
আমি
Top today