জেগেছে উদাস রঙে গড়া ঘড়ি এসেছে ফাগুন ফুলেরও ডালা ভরি।
ভেঙ্গেছে ঘুম পাখিদের গানে হৃদয়ের সুর মেতেছে প্রাণে।
আশার পথে আজ নিরাশার বাণ সবুজের রণে তারে ছুটায়ে আন।
বিবাগী হয়ে ফুল-পাখিরে দেখিবার চাই মনের গহীনে হৃদয়ের রাণীটা সাজাইবার যাই।