আলো আঁধারীর সন্ধ্যায়
মনটা কোথায় হারিয়েছে,
জানি না কিসের ছোঁয়ায়।
মাঝে মাঝে এক চিলতে সুখ,
নিয়ে আসে উড়িয়ে সুখের পায়রারা
সেই সময়টাতে প্রসন্নতায় ছেঁয়ে থাকে মুখ।
দু:খরা পালায় নতজানু হয়ে
ভ্রু রেখা কুঞ্চিত করে
সুখের ছোঁয়ায় দু:খ যায় ক্ষয়ে ক্ষয়ে।
বন্ধন তো চাই নে অন্যকিছু
বন্ধুত্বের আহবানে শুধু দাও সাড়া,
ফিরে
Top today