চাইছি এবার তোমার কাছে
বর্ণমালার দুল
এই ফাগুনে দিবে কি আমায়
পলাশ রাঙ্গা ফুল।
দুলটা হবে অ আ ক খ
কিংবা ছ ত বর্ণমালায়
বর্ণ দিয়ে মালা গেঁথে
পড়িয়ে দিও গলায়
আরো কিছু বর্ণ এনো
এমনি হাতে করে,
এক ঝুড়ি স্বরবর্ণ
দিয়ো আঁছল ভরে।
বর্ণ দিয়ে করবো শব্দ
শব্দে শব্দে বাক্য;
বাক্যে বাক্যে কবিতা
বাক্য
Top today