Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

আজি ফাল্গুন এসেছে,

ফুলের রঙে হৃদয় হরিছে।

টিএসসি চত্ত্বরে ললনার ভীড়,

বইমেলা মুখরিত পাঠকের নীড়।

আমি বসে শুধুই অপেক্ষায়,

মোর হৃদয়ের ফাল্গুনের চেতনায়।

 

ভালোবাসা জীবিত থাক আমরণ,

বন্ধু তুই মোর প্রেরণার সমীরণ।

আজ ভালোবাসা দিবস সকলের,

তুই মোর বন্ধু ধরণীতে চিরকালের।

যন্ত্রের শহরে পলাশ শাখে
নাই ফুল ফুটন্ত
তাতে কি! লেগেছে আজ
প্রাণে প্রাণে বসন্ত।
রাস্তায় নেমেছে ঢল দেখ ঐ
লাল সবুজ হলুদ বাসন্তির
মিলেমিশে বসন্তের গানে মাতাল
পরশ আনে মনের শান্তির।
কোকিল ডাকে না কুহু কুহু
শুনি না সুরেলা ধ্বনি
শিমুল শাখ নেই পাখি নেই
নেই ভ্রমরের

go_top