রিক্ত বনবীথিকার শাখে জেগেছে কচি কিশলয়
মৃদুমন্দ দখিনা বায় লেগে বয় সর্বাঙ্গে শিহরণ
ধুলোর আবরণ ভেঙ্গে গাছে গাছে অপরূপ সবুজ মায়া নিকেতন
বনান্তরালে ডাকে কুহু কুহু কোকিল
অশোক পলাশ বনে রঙে রাঙিয়েছেন বিধাতা..
রঙিন সুখে আত্মহারায় মন হারায় সেই কৈশোরের দুরন্তপনায়…
শিমুলের পাঁপড়ি ছিঁড়ে ছিঁড়ে আকাশে
Top today