হাজার স্বপ্ন জ্বলাঞ্জলী দিয়ে,
লাখো বাঙালীর রক্ত নিয়ে,
এনে দিয়েছিলে আজ বিজয়ক্ষণ।
আমারা বাঙালী গর্ব নিয়ে,
হুংকারে জানাই বাংলা দিয়ে,
জন্মেছি বাংলায় হয়ে গর্বিত সন্তান।
বাংলার রক্তিম সূর্য শহীদের,
বাংলার সবুজ অদম্য মায়েদের,
বাংলার বিজয় অবিনাশী কবিতাদের।
বাংলার কথা লক্ষ প্রাণের রক্তের,
বাংলার হাসি সম্ভ্রমহারা বোনদের,
বাংলার প্রতিটি সালাম শুধুই তোমাদের।
জীবনের