ঘুমিয়ে পড়লে বাষ্প স্বপ্নরা ঘিরে ধরে–
চোখের সামনে কুয়াশা নামে—কখনও ইলশে গুঁড়ির মত চার পাশ ডুবে যেতে থাকে–
তারপর,হ্যাঁ,হঠাৎ তারপর উঠে আসে জলছবি
দৃশ্যপট…
কাটা জীবন টুকরোগুলি বড়ই অবাধ,
দাগ কাটা কোন সন্ধ্যা,অথবা লালিম সূর্য ঝোঁকা তির্যক পড়ে থাকা দিগন্ত–
কিছু ভাবনায়,হঠাৎ জেগে ওঠা,যেন ছেঁড়া দেহ