গভীর অন্ধকার ভরা রাত কিংবা আলোকিত সকাল
কুয়াশায় ভেজা পথ কিংবা কাঠফাটা রোদেলা দুপুর
আলসেমিতে ভরা সোনালী বিকেল কিংবা সন্ধ্যাতাঁরার সাঁজে
প্রতিটি বেলা-র প্রতিটি ক্ষণে তোমায় খুঁজি নিঃশ্বাসের ভাঁজে
কে সেই তুমি বারে বারে জানতে চায় মন
তুমিই সেই “বিশ্বাস” নামের অসীম অবিরত বন।
তোমায় ঘিরে