জীবন নাকি তাৎক্ষণিক–
তবে কতবার চুম্বনে ভরে ছিল তোমার ওষ্ঠ ?
কতটা সবুজ মাঠ পেরিয়ে তোমার কদম্ব তল ?
প্রেমের সময়টা এমনি কি হয় ক্ষণিক ?
আলাপন ও দৃষ্টি বিনিময়ে
জীবনের কতটা গুটিয়েছে পাততাড়ি ?
সময় কখন কেমনে ফুরায় কে জানে !
আমি অনেক স্বপ্ন পেরিয়ে–আলোকিত অনেক রাত্রি