একই কথা বারবার ফিরে আসবে জেনো–
বারবার এমনি ফিরে দেখা…
তুমি পুরনো হয়ে এলে–সমস্ত আশপাশ,চেনা ঘেরা পথ ঘাট
পায়ে মাড়িয়ে এসেছ তো অনেকটা দূর
এ আকাশ অনেক দেখেছ,
এ হিমেল হাওয়ার স্পর্শ অনেকবার কাঁপিয়েছে তোমায়–
দেহ ওম মেখে অনেক পেয়েছ সান্নিধ্য ভার
এই মেঘ,ঝড় ঝঞ্ঝার বার্তা–কতবার ছিঁড়ে গেছে নদীর বাঁধন
বুক