এলোমেলো হাওয়া ছিল
সাথে ঝিরঝির বৃষ্টি
চুলগুলো উড়ছিল
লাগছিল বেশ মিষ্টি।
পাতাগুলি দুলছিল
তার সাথে মন
হিম হিম আবেশে
কাটছিল ক্ষন।
গাছের ডালে পাখি নাচছিল
নেড়ে তার পুচ্ছ
তদ্দন্ডে পাশে নাই তুমি
যেন দুনিয়াটাই তুচ্ছ।
বৃষ্টি পড়ে পাতা ভিজে
যেনো যৌবনে ভরা যুবতি
ছুঁয়ে ছুঁয়ে ভিজাই মন
তার হাতে, হাত রাখার আকুতি।
ঝিরঝির বৃষ্টি ঝরে
গায়ে ছিল