তোমার দৃষ্টি আকাশে সূর্যকে দিয়েছে স্থান
ঐ মায়াবী চাহনি রাতের আকাশের
পূর্ণিমাকে করে দেয় ম্লান।
তোমার হাসি যেন বর্ষার নদী
ঐ ঠোট যুগল যেন রক্ত-করবী।
তোমার রূপ পুরাতন পৃথিবীকে করেছে নতুন পৃথিবী
তোমায় দেখে জন্ম নিয়েছে অনেক কবি
রচনা করেছে অনেক কাব্য, এঁকেছে তোমার ছবি।
ওগো আমার প্রেয়সী
আমি