যত খুলে রাখ
শরীর অলিন্দ
বাষ্প ঘ্রাণ যত উতলা ও উগ্র,
দেহ ধার তোমার,অণু স্নান আমার কামনা,
বারবার ফিরিয়ে দিয়েছ ।
ঐ দেখ চাঁদ
স্নাত ওই দীঘি স্বচ্ছ জল টলমল,
পদ্ম যেন চুমে তার জ্যোৎস্না শরীর–
আঁকা থাকে স্মৃতি স্পর্শ প্রেম।
তুমি শুধু ধর্ষকাম
আমার নিদ্রা মগ্নতায়,
ব্যর্থ প্রেম তাই
সে ব্যথা স্বপ্ন সৃজনে জেগে থাক।