Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

—————————————————————–

 

 

তীর বিদ্ধ পাখী
আহত আজ!
অবনত আহা!
পরাজিত হায় !
পরাজিত এক কবি আজ আমি –
ফুলের কাছে
পাখীর কাছে
নদী ও নারীর কাছে
আর অভিমানী এক বোনের
পুস্প কাব্যের কাছে;

 

পরাজয়ের ও বুঝি বিজয় থাকে?

 

বিজয়ের আনন্দে তাই আজ হৃদয় নাচে,
শত কাব্য ফুল ঘুঙুর হয়ে তার সাথে
নেচে

go_top