আনমনে দাঁড়িয়েছিলাম ধুলি উড়া পথের বাঁকে,
স্তব্ধ ছিলাম,
মানুষের আনাগোনা দেখার ছলে ভাবনার অতলে ডুব
শুধু আমিই ছিলাম না আমাতে..
হয়তোবা বেশ খানিকটা সময় পেরিয়েছে
একাকিত্বের ওই প্রহরে;
কোন কিছুর মাঝেই আমি নেই বা
প্রস্তুত ছিলাম না মোটেও
অকষ্মাৎ শো শো ধুলি ঝড় শুরু,
এত্ত গুলি ধুলি এসে দুচোখে
Top today