Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

জেনেও মন কেনো হয় নষ্ট
অযাচিত দু:খগুলো উড়ে উড়ে এসে
জীবনে বাড়ায় শুধু কষ্ট।

যার যা নিয়ে ভাল থাকতে মন চায়
সে থাকুক না তার মত করে,
সে যেটাতে সুখ পায় ।

আমার ভাল লাগাটুকু হয়তো
মন ছোঁতে পারেনি তোমার, তার
জানি অনুভূতিগুলো তাদের জন্য নয়তো।

সবই জানে এ

go_top