মাঝে মাঝে ডাকে আমায়
মন খারাপের দিন
ডেকে বলে দুজন মিলে
হব নাকি লীন…..
দিনের সাথে
মনের কি হয় তুলনা…..
দিন বলে মনকে ভুলো
তবু আমায় ভুলনা ।
উড়ে এসে জোরে বসে
মন খারাপের দিন
মনের সাথে ভাব করে
সব কিছু করে মলিন ।
দিন তুমি চল
নিজের মতো করে
ভাল দিন মন্দ দিন
একটু