বহু ত্যাগ তিতিক্ষা আর প্রাণের বিনিময়ে হয়েছিল স্বাধীনতা অর্জন
কৃষক, যুবা-তরুণরা যুদ্ধে নেমেছিল করিয়া (করে) গর্জন ।
অর্জিত হয়েছিল লাল-সবুজের পতাকা দীপ্তিময়
বাঙালীরা লড়েছিল ছাড়িয়া (ছেড়ে) প্রাণের ভয় ।
মুক্তিকামী মানুষেরা ছিনিয়ে এনেছিল মুক্তি
সোনার বাংলা, মাতৃভূমির প্রতি ছিল তাদের অটল ভক্তি ।
ভাষা পেয়েছি, স্বাধীনতা