এই ধরণী সবার কাছে সরাইখানা,
কিন্তু আসলে তাহা মুসাফিরখানা।
এই জগতে মোরা মুসাফির রাজা,
গুছিয়ে নিতে হবে মুনাফার বোঝা।
তারপরও মোরা ভূলে যাই সবি,
রাত শেষে মোরা ভালোবাসি রবি।
রবির আলোয় ধন-সম্পদ খুঁজি,
খুঁজি না কেহ অমরকালের পুঁজি।
মুসাফিরের পথ ফুরাবে যেদিন,
কেঁদেও তখন মিলবে না সুদিন।
সময় থাকতে হয়ে
Top today