Today 10 Oct 2025
Top today
Welcome to cholontika

হিমুর কারিগর অসময়ে হারালে
অন্তহীন হিমে আচম্বিতে পা বাড়ালে;
মেঘের উপর গড়ে নিলে বাড়ি
চলে গেলে মর্তলোক ছাড়ি ।
তোমার সৃষ্ট হিমুরা এখনো প্রখর রোদ্দুরে
হলুদ সাজে খালি পায়ে হাঁটে দুর বহুদুরে।
আর! হিমুনিরা হলুদ শাড়ি পড়ে ভিজে ভিজে হয় সারা
তুমুল বর্ষনে ঝর ঝর মুখর রবে

go_top