Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

নীলিমা তোমার কী সেই
দিন গুলোর কথা আছে মনে ?
তুমি ছুটতে আর আমি পিছুপানে
তোমার সুমিষ্ট নীলভ লজ্জা নয়নে
দেখতা, দাগ কাটতো মনে।
নীলাকাশে সাদা মেঘেরা দূরান্ত
ঝাকে ঝাকে গাঙ্গচীল উড়ন্ত
অসীমের পানে
নীলিমা তোমার কী সেই
দিন গুলোর কথা আছে মনে ?
তুমি বলতে চলো বিহঙ্গ হই, মেলি

পড়েছো আমার চিঠি খানি,
নাকি ফেলে দিয়েছো ছিঁড়ে?
নামটি আমার আছে তো মনে-
শত মানষের ভীরে?
আজ বহু বছর পরে
বড় জানতে ইচ্ছে করে
কেমন আছ, তোমার আপন সংসারে,
আজও জানতে ইচ্ছে করে,
আমায় কি তোমার একটুও মনে পড়ে?
সে দিন বলেছিলে মোরে-
তোমায় ভালোবাসি।
মুখে মায়ার ছোয়া কী মিষ্টি ছিল

ছেলে আমার বড় হয়েছে, অনেক করেছে নাম
সে যে আজ শহুরে হয়েছে, ভুলতে বসেছে গ্রাম ।
ছেলে আমার থাকে যেথা সুন্দর বিশাল বাড়ি
কিনেছে নাকি অনেক দামি গাড়ি,
ছেলে আমার অফিস করে সেটা ও নাকি তার-ই ।
সে যে আমার অতি আদরের অমূল্য রতন
কাঁদা মাটিতে

অনুজ পথিক কহে অগ্রজকে
ভুল পথে হাটছো তুমি,
বিপদ আসন্ন ।
অগ্রজ বিরক্তির স্বরে –
তুমি অতি জঘন্য,
তুমি জানো না কত গার্ড-পহরী আমার জন্য ?
আছে কত শত ভক্ত
চাইলে দিয়ে দেয় রক্ত ।
অনুজ কহে বিনয়ে –
পথে বিছায়েছ যত কাঁটা, নতুন

ধরনীর তরে সেরা রমনী
সে যে আমার মা জননী
তোমাদের সুধাই,
তাঁহার চেয়ে আপন জনা অন্য কেহ নাই ।
নদী,সাগর,মহাসাগর অসীম তাতে জল
মা যে আমার মহা গভীর অটুট মনো বল
তুমি বিনা আমার তরী জলে তবে ভাসেনা।
সোনার খনি নয়ন মনি ,তুলনাহীনা মা
তোমার তুলনায় তুমি

‘ক’ বলে ‘খ’ বড়ই খারাপ
বকে শুধু মিছেই প্রলাপ
তুচ্ছ কারনে ঝগড়া করে,
নীতি হীন সব বায়না ধরে ।

‘খ’ বলে ‘ক’ বড়ই পাকা
ভাবছে আমায় মূর্খ বোকা
তুমি আমায় দাওনি ধোকা ?

গ মানে ‘গণ’
গভীরে মহাতল, উচুতে গগণ

go_top