নীলিমা তোমার কী সেই
দিন গুলোর কথা আছে মনে ?
তুমি ছুটতে আর আমি পিছুপানে
তোমার সুমিষ্ট নীলভ লজ্জা নয়নে
দেখতা, দাগ কাটতো মনে।
নীলাকাশে সাদা মেঘেরা দূরান্ত
ঝাকে ঝাকে গাঙ্গচীল উড়ন্ত
অসীমের পানে
নীলিমা তোমার কী সেই
দিন গুলোর কথা আছে মনে ?
তুমি বলতে চলো বিহঙ্গ হই, মেলি
Top today