(১)
আমি
যখন ডাকবে তুমি আবার আসবো
যেটুকু বুকের মাঝে অভিমান জমা আছে
সেটুকুই তো শুধু ‘আমি’ !
(২)
বোরখা
নির্বাপণ বলো না–
যেটুকু গোধূলির আলো লেগে আছে দেখে নিতে দাও শেষ বার
প্রিয়ার মুখখানি…
সাঁঝ এলে অন্ধকার টেনে নেবে তার
বোরখা–
আবার সকাল হবে কবে ?