১
যত সান্নিধ্যতা,তত ছুটে যাবার প্রবণতা
তত বেশী মন্ত্রপাঠের ধুম …
২
জল যদি জীবন–কখনো তবে
সেই জল স্পর্শে কেন অন্তিম জলদান !
৩
আঘাত তোমাকে করেছে কঠোর
তাই তো তুমি ভাঙ নি বন্ধু !
৪
রাতই তো এনে দেয় নেশা
তারপর আরও যদি স্পর্শ করো তুমি,
তবে কেন গ্লাসের লাল পানীয় ?
৫
ঘুমের মধ্যেও ঘুমের স্বপ্ন
চৈতন্যের