Today 11 Oct 2025
Top today
Welcome to cholontika

মাঘের অস্থি কম্পিত শীত পালিয়ে
হলো ঋতু রাজের নব জাগরণ ;
ফাগুনের মিষ্টি রোদ্দুর কিরণে
চিত্তে জাগে আহ্লাদের শিহরণ ।

পাদপে জন্মায় নব পল্লব
পায় নবীন জীবন দান ;
পুলকিত হৃদয়ে তরু ডালে বসে
কোকিল গায় কুহুতান ।

আম্র বৃক্ষ মাতিয়ে ওঠে
হলদে সোনালি মুকুলে ;
তরু কন্যারা সাঁজিয়ে থাকে
কর্ণে

আজ কাঙ্গালের ন্যায় কাতর চিত্তে সবারে শুধাই
আসবে কি মুক্তির সংগ্রামে ? আমি ফের স্বাধীনতা চাই ।

এ রণ হবে ভূতলে গগনে
সব আত্মা বিবেকের সনে ,
মানব রুপী যত নর পশু কেড়ে নেব তাদের প্রাণ
তাদের রক্তেই সেড়ে নেব ক্লান্ত দেহের স্নান ।

কচু কাটা

বিজয় হয়েছে আজ লাল ও সবুজের
অযুত লক্ষ বুকের ধন হারা মায়ের
হয়েছে স্বাধীন মোদের সোনার বাংলাদেশ
সুজলা-সুফলা সোনালী ক্ষেতের সমাবেশ ।

প্লাবিত হয়েছে এদেশ আজ বিজয় উল্লাসে
প্রিয়জন হারা অসহ্য শোক ভুলেছে হেসে হেসে
বুঝেছে দারুণ অত্যাচারী মোরা নই দুর্বল
অন্যায় অবিচার রুখতে সর্বদাই সচল ।

অত্যাচারীর

go_top