মাঘের অস্থি কম্পিত শীত পালিয়ে
হলো ঋতু রাজের নব জাগরণ ;
ফাগুনের মিষ্টি রোদ্দুর কিরণে
চিত্তে জাগে আহ্লাদের শিহরণ ।
পাদপে জন্মায় নব পল্লব
পায় নবীন জীবন দান ;
পুলকিত হৃদয়ে তরু ডালে বসে
কোকিল গায় কুহুতান ।
আম্র বৃক্ষ মাতিয়ে ওঠে
হলদে সোনালি মুকুলে ;
তরু কন্যারা সাঁজিয়ে থাকে
কর্ণে