একটু বিশুদ্ধ সময়ের খোঁজে হেঁটে যাই পথে পথ থেকে পথে স্মৃতির ছেড়া টুকরো কুড়াই কুড়িয়ে বেড়াই পাওয়ার হিসাব মেলেনা নির্ভেজাল সময়কে ধরতে যাই খুঁজে পাই বহুদূরে শৈশবের স্মৃতির আড়ালে যেখানে এখনো রুপকথা খেলা করে ।
ছুটতে ছুটতে ধরতে চেয়ে মেঘ
অসীম শূন্যে হারাই আবেগ
বুঝতে বুঝতে বোঝাই হল সারা
হয়তো তাতেই হলাম দিশাহারা
বলতে বলতে থামতে হতো যত
কথার মাঝে হারাবো আর কতো
হাঁটতে হাঁটতে হয় না যাওয়া আর
সময় হয় শুধুই ফিরে আসার ।