রোদের দেশে মেঘ করেছে বাড়ি
আলোর সাথে রোদ নিয়েছে আড়ি।
মেঘের বাড়ির উঠোন যেন ধূ ধূ বালুচর,
রোদের বাড়ি নিকষ কালো বন্ধ আলোঘর
রোদের জমি দখল নিল দুষ্ট মেঘের দল
আলো বিনে রোদের চোখে ঝরে অশ্রু জল।
মেঘের বাড়ি দিন নেই, আছে শুধু রাত
রোদের দিনে আঁধার
Top today