দুঃখ আমার কে জানবে এ নিভৃত হৃদয় আকছারে
যত আঁকিবুঁকি বেদনার দুর্বোধ্য ভাষায় অপাঠ্য সে গাঁথা পৃষ্ঠা !
শুধু কি আমারই ঈপ্সিত ইচ্ছে,ধারাপাতের বৃষ্টি ছড়ায় তোমাদের মেঘলা দিন
কিম্বা অবোধ ভোরের কুয়াশা ভাষায় আমার জাল শরীর !
যতই লিখে যাই পাতার পর পাতা,যতই নিরালা রাত জাগার ব্যর্থ আতুরতা,
ভালবাসার স্বপ্ন আঁকার জেগে