শব্দের খেলার যাদুকর তুমি,
স্বপ্নের বাড়ি তোমার, সাজাও কবিতা দিয়ে,
কবিতা দিয়ে দাঁড় করেছ কঠিন দেয়াল,
কবিতার দেয়াল দেয়ালে বাজে শব্দের অনুরণন;
ঝকঝকে মন ভুলানো শব্দের শো পিচ দিয়ে সাজানো,
তোমার কবিতার ড্রয়িং রুম,
কবিতার বেড রুম সাজিয়েছ,
পিংক কালার শব্দের রং দিয়ে আর
ছোট্ট একটি লাইব্রেরী
পরিপাটি বেলীর
Top today