শরতের আকাশ আমার বড্ড প্রিয়
সারা গগন জুড়ে এখানে সেখানে
শুভ্র মেঘেরা অবাধে ভেসে বেড়ায় নীলাম্বরে,
মেঘ আর রৌদ্রের লুকোচুরি
ঠিক যেনো আমার মতই;
তাজা সবুজ সবুজ পাতায় উজ্জ্বল রোদের ঝিলিক
মিষ্টি বাতাসে আনমনা করে দেয় মন,
মিস করি এখন বড়,
আমার প্রিয় শরতের আকাশ!
ব্যস্ততা ঘিরে ধরেছে জীবন!
যান্ত্রিক
Top today