কনা যেখানে বসে আছে সেখানটা একেবারে ফাঁকা । দীঘির এই পাড়ে সাধারণত কেউ তেমন একটাআসে না। কনা আজ দারুন সেজেছে যাকে বলে নববধূর সাঁজ। কনা ছোট বেলা থেকেই সুন্দরী।কনার দাদু আদর করে তাকে শ্রীদেবী বলে ডাকত। রুপটা আসলেই তার
একাকী পথ চলতে চলতে আমি আজ ক্লান্ত।একসময় অনেক স্বপ্ন দেখতাম।নিজের ইচ্ছেমত ছুটে বেড়াতাম,এখানে সেখানে।আজ আমি রেলের পুলের ধারে এসে বসে থাকি একাকি।এখানে বসেই আমি আমার নিজস্ব জগতের স্বপ্ন বুনতাম। তখন আমার সাথে আরো একজন এসে বসত। এখন কেউ আসে না