বড্ড ব্যস্ত হয়ে গেছি
না,ব্যস্ততার ভান করি মিছামিছি ।
ভাবি খানিকটা পেলে অবসর
স্বপ্নরা হয়ে গেলো কেনো ধূসর।
সব ইচ্ছা মরে হয়েছে ভুত
কেড়ে নিলো বুঝি নিরাশার দূত।
মনে পরে আজ সেই দিনগুলি
স্মৃতির পাতায় যা রেখেছি তুলি।
ওইতো সেদিনই কতো যে ছিলো শখ
শুকনো পাতা কুঁড়োনোয় থাকতাম উন্মুখ।
এই