স্মৃতির দরজা খুলে বাগানের ফুল দেখো
ঝড়ো হওয়ার তছনছ
প্রজাপতির ছিন্ন পাখায় তবু তোমার পরিচয়টুকু…
ওই যে নৈশ ভোজের উদগ্র প্রসাদ
ছেঁকে ধরা মাছির স্তূপে ভাসমান কিলবিল অণুরণ,
শুক্রাণু ফোটেনি দেখো,ভোর আকাশের
চোখ ফোটা হল না তো আর
সায়াহ্নের ঝরা ফুল কৈ ?
আসনের বাসী পুষ্প কুড়িয়ে
তবে কি