বর্ষা গেলো, শরৎ এলো
হাওয়া বয় এলোমেলো,
মেঘ-রোদ খেলে, হাসে দেখ অভ্র
মেঘেরা যেনো, শাড়ি পড়ে আছে শুভ্র।
প্রভাতটা শরতের, হালকা ধুম্র
রবির কিরণের আভাটাও, থাকে অতি নম্র।
ঘাসে লেপ্টে বিন্দু বিন্দু নিশাজল
চারদিকে ছড়িয়ে মুক্তো, কিরণে জ্বলজ্বল।
আকাশটা ছেয়ে আছে গাঢ় নীলিমায়
মেঘপুঞ্জ উঁকি মারে, দৃষ্টির সীমানায়।
একটু একটু
Top today