শৈশবের গন্ধ মাখা দিনগুলি
চোখ বন্ধ করলেই যেন পাই;
কচুরীপানার পার্পল পার্পল ফুল
হাঁটু পানিতে নেমে ছিঁড়ে ছিঁড়ে
হাতের মুঠোয় ভরেছি কতো,
কাদায় মাখামাখি আর পার্পল বেগুনি ফুল
হাতে নিয়ে সে কি উল্লাস ছিল ।
কচুরীপানার ফুলের মায়ায় যেন!
এখনো জড়িয়ে আছি বেগুনী রঙের মতো ।
জারুল গাছের ফুলগুলোও