ছোট্ট বেলার সেই কথা
মনে রইছে আজও গাঁথা,
দাদির পিছে পিছে
না থাকলে জীবনটা হতো মিছে।
বড্ড আদর করতো দাদি
সঙ্গে না রাখলে যে কাঁদি!!!
সঙ্গে নিয়া আমায় শুইত
হাবিজাবি কত কথাই কইত।
সারাদিনই দাদির পিছু পিছু
ভাগ করে খেত, খাইলে কিছু।
আমার দাদির ছিল একটা সই
আহারে কত্ত যে ছিল
Top today