হতে চাই আবার ছাত্র…..
সবার আদরের পাত্র,
জীবন বাজি জ্ঞানের সাধনায়
মুগ্ধ সবে আমার প্রতিভায়।
তরুণ হয়ে যাই যদি আবার
বন্ধু হব, প্রিয় হব সবার।
সাহায্যের হাত বাড়িয়ে
সীমানা ছাড়িয়ে,
অসহায়দের নিয়ে
সমাজের কাজে নিজেকে দিব ছড়িয়ে ।
সবুজ প্রাণের মায়ায় জড়িয়ে
গিরি-সাগর জলে যাব হারিয়ে।
কৌতুহলে ছুটব
অন্যায়চারিতা রুখব।
ডাক্তার যদি হতে পারি
গরীবের